Season 1 Ep 4: Amader Raya | Radio Quarantine Kolkata
Manage episode 343988829 series 3256373
আমাদের রায়া
গণ আন্দোলনের কর্মী ও আমাদের বন্ধু রায়া দেবনাথের স্মৃতিচারণ
রায়া, ছটফটে ফুটন্ত একটা মেয়ে। আমাদের অনেকের বন্ধু। রাজনৈতিক কর্মীদের পরিবারের সদস্য। কলকাতার মিছিলে যার উজ্জ্বল উপস্থিতি। ছাত্র-রাজনীতির সাথে যুক্ত থেকেছে। লিঙ্গ সাম্যের রাজনীতির সাথেও। চুটিয়ে সাংবাদিকতা করেছে এক সময়। সিএএ- এন-আর-সি বিরোধী আন্দোলনে রাতের পর রাত থেকেছে পার্ক সার্কাসের অবস্থানে। সোশ্যাল মিডিয়ায় কমিউনিস্ট আন্দোলনের পক্ষে আর ফ্যাসিবাদ বিরোধিতায় যার নিরলস উপস্থিতি। এই ক'দিন আগেও লক ডাউনে আটকে পরা শ্রমিকদের জন্য, গৃহহিংসায় শিকার মেয়েদের জন্য, মাইনে না পাওয়া গৃহশ্রমিক মেয়েদের জন্য সংহতির হাত বাড়িয়ে দিয়েছে।
তাকে আমরা হারিয়েছি, অকস্মাৎ। অনেক কিছু করলেও সে কোনও বিখ্যাত মানুষ ছিল না। তবে কেন এই সামূহিক শোকজ্ঞাপনের অনুষ্ঠান? তার কম বয়েসে হঠাৎ চলে যাওয়ার ব্যক্তিগত ক্ষত থেকে? উলটো পথে হাঁটা এক সামাজিক কর্মীকে হারিয়ে ফেলার জন্য? হয়তো সেগুলোও কারণ। কিন্তু, তার বাইরেও দু-একটা কথা থাকে।
আমাদের মধ্যে হয়তো অনেকে তাকে কেবল মিছিলের মুখ হিসেবেই চিনতাম। তাই হয়তো স্বাভাবিক। কিন্তু, ওর মৃত্যুর পরে সামাজিক গণমাধ্যমে অনেক অনেক চেনা অচেনা মানুষের শোক দুঃখের একান্ত ব্যক্তিগত বয়ানের উপচে পড়া দেখতে দেখতে আমাদের মনে হচ্ছিল যে মানুষের ব্যক্তিগত আবেগ, ভালোবাসাও এক রাজনীতির একক। যে একককে বাদ দিয়ে সমাজ বদলানোর রাজনীতি করাই হয়তো সম্ভব না। আমাদের রাজনীতি এই মিছিলের মুখদের পেছনের ভালোবাসা, আবেগকে, আবেগের শ্রমকে সব সময় সম্মান দিতে জানে না।
রায়া তার ভালোবাসা দিয়ে যে এত এত মানুষকে ছুঁতে পেরেছিল তা তার অনেক ঘনিষ্ঠরাও হয়তো জানত না। বন্ধুকে স্মরণ করার সূত্রে আমরা নিজেদেরই হয়তো স্মরণ করাবো সেই কথা।
---
প্রযোজনা: রেডিও কোয়ারেন্টাইন কলকাতা
লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata
Produced by Radio Quarantine Kolkata
To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata
#RayaDebnath #MarxistFeminist #Bengal #PeoplesMovementBengal
20 حلقات